বাংলাদেশের জাতীয় জীবনে যত ট্রাজেডি রয়েছে, প্রত্যেকবারই এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত কারণগুলো এবং গুরুত্বপূর্ণ নোটেবল সমস্যাগুলো লাইমলাইটে না এসে আবেগঘন মুহূর্তের বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এসব ট্রাজেডি গুলোর পেছনে প্রত্যেকবার অনিয়ম, দুর্নীতি ও সামাজিক ব্যর্থতা লুকিয়ে থাকলেও আমরা বরাবরই তাদেরকে উপেক্ষা করে যাই। যেমন ২০১৩ সালের রানা প্লাজা ট্রাজেডির মূল কারণ ছিল অপরিকল্পিত নগরায়ন, দুর্বল নির্মাণ, দুর্নীতি, ও শ্রমিকদের ক্ষমতা-হীনতা। ভবনের অনুমোদন, তদারকি, সার্টিফিকেট—এসব প্রক্রিয়ায় আগে থেকেই প্রচুর ঘুষ ও রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে ফাঁকি দেওয়া হয়েছে। অথচ রানা প্লাজা ঘটনার পরবর্তী সময় থেকেও ঢাকা শহরে যত ভবন গড়ে উঠেছে, ভালোমতো খোঁজ নিলে দেখা যাবে সেই ভবনগুলোও টাকার স্বরচিত অনুমোদন এবং অপরিকল্পিত নগরায়নের অংশ হয়ে উঠেছে। এত বড় ট্রাজেডি ঘটার পরেও আমরা নিজেদেরকে সংশোধনের পথ বেছে নেই নি।
আগে বুঝতাম না, আপু ভাইয়া-রা কেনো দেশ ছেড়ে চলে যেতে চায়. এখন যতো বড়ো হচ্ছি, ততোই বুঝতে পারছি যে, আমার দেশ তার নিজের মানুষেরই potential কে ধ্বংস করে ফেলে আর এমন এক loop এ ফালায় যেটাকে কেউ break করতে পারে না. এর থেকে ভালো loop ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া.
দিন শেষে বাঙালি জাতি ওই টাকার পিছনেই গাধার মত ঘুরবে আর বই মুখস্ত করবে। কারণ ডাক্তার হতে হবে কারণ , বড় বড় ডাক্তাররা দিন এ ১-২ লাখ টাকা কামায়। ইঞ্জিনিয়ার হতে হবে কারণ ইঞ্জিনিয়ার দের অনেক টাকা। বাঙালি আর যেকোনো কিছু কাজের পিছনে মোটিভেশন খুজতে থাকলে এক পর্যায়ে গিয়ে ঐটা টাকা থেকেই শুরু হয়। আত্মতৃপ্তি বিষয়টা সবাই বই এ ঠিক ই পড়ছে কিন্তু তার দৌড় ওইটুকু ই
আগে বুঝতাম না, আপু ভাইয়া-রা কেনো দেশ ছেড়ে চলে যেতে চায়. এখন যতো বড়ো হচ্ছি, ততোই বুঝতে পারছি যে, আমার দেশ তার নিজের মানুষেরই potential কে ধ্বংস করে ফেলে আর এমন এক loop এ ফালায় যেটাকে কেউ break করতে পারে না. এর থেকে ভালো loop ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া.
দিন শেষে বাঙালি জাতি ওই টাকার পিছনেই গাধার মত ঘুরবে আর বই মুখস্ত করবে। কারণ ডাক্তার হতে হবে কারণ , বড় বড় ডাক্তাররা দিন এ ১-২ লাখ টাকা কামায়। ইঞ্জিনিয়ার হতে হবে কারণ ইঞ্জিনিয়ার দের অনেক টাকা। বাঙালি আর যেকোনো কিছু কাজের পিছনে মোটিভেশন খুজতে থাকলে এক পর্যায়ে গিয়ে ঐটা টাকা থেকেই শুরু হয়। আত্মতৃপ্তি বিষয়টা সবাই বই এ ঠিক ই পড়ছে কিন্তু তার দৌড় ওইটুকু ই
Insta story dekhe ashlam😭mannn you write so gooodddd frr
AMIOOO ASHCHI
LOVE THE TOPIC