Discussion about this post

User's avatar
mehjabin's avatar

আগে বুঝতাম না, আপু ভাইয়া-রা কেনো দেশ ছেড়ে চলে যেতে চায়. এখন যতো বড়ো হচ্ছি, ততোই বুঝতে পারছি যে, আমার দেশ তার নিজের মানুষেরই potential কে ধ্বংস করে ফেলে আর এমন এক loop এ ফালায় যেটাকে কেউ break করতে পারে না. এর থেকে ভালো loop ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া.

Expand full comment
Fahmid's avatar

দিন শেষে বাঙালি জাতি ওই টাকার পিছনেই গাধার মত ঘুরবে আর বই মুখস্ত করবে। কারণ ডাক্তার হতে হবে কারণ , বড় বড় ডাক্তাররা দিন এ ১-২ লাখ টাকা কামায়। ইঞ্জিনিয়ার হতে হবে কারণ ইঞ্জিনিয়ার দের অনেক টাকা। বাঙালি আর যেকোনো কিছু কাজের পিছনে মোটিভেশন খুজতে থাকলে এক পর্যায়ে গিয়ে ঐটা টাকা থেকেই শুরু হয়। আত্মতৃপ্তি বিষয়টা সবাই বই এ ঠিক ই পড়ছে কিন্তু তার দৌড় ওইটুকু ই

Expand full comment
3 more comments...

No posts