নদীর ওই কূলে স্বপ্ন অপেক্ষায়
তুমি যদি যা পছন্দ করো তা পেতে চাও, তাহলে তুমি যা পছন্দ করো না সেসবের মধ্য দিয়ে যেতে হবে।
“To get what you love, you must first be patient with what you hate” Imam Al-Ghazali.
মানুষ সাধারণত যা চায় বা যে পেতে আকাঙ্খা করে, তা স্বভাবতই নদীর অপর কূলে অবস্থান করে। নদীর এক কূলে দাঁড়িয়ে মানুষের অপর কূলে যাওয়ার আকাঙ্খা তার হৃদয়জুড়ে মৌসুমি আবহাওয়া তৈরি করে। এ আবহাওয়া এতটাই আরামদায়ক যে এখানে দাঁড়িয়েই জীবনের বাকি মুহূর্ত কাটিয়ে দেয়া সম্ভব। তবে সে সম্ভাবনায় নিজেকে মেলে ধরলে নদীর অপরকূলে আর পৌঁছানো সম্ভব হবে না। অপর কূলে যাওয়ার জন্য নদীর পানি সাঁতরে নিজের শরীর ভেজাতেই হবে। এখানেই আসে কষ্টের ব্যাপার। নদীর পানি কখনোবা প্রচণ্ড রকমের গরম, কখনোবা প্রচণ্ড রকমের ঠান্ডা। এ পানির মধ্যে লুকিয়ে আছে শত শত কুমির, বিষাক্ত মাছ। মৌসুমি আবহাওয়া ছেড়ে এই সকল দুর্বিষহ মুহূর্তের ভেতর দিয়ে যাওয়ার কথা ভাবলে স্বভাবতই মানুষ তার যাত্রা বিলম্বিত করার পাঁয়তারা করে। তার বোঝা জরুরি যে, নদীর অপর কূলে পৌঁছাতে হলে তাকে নদীর পানিতে সাঁতার কাটতেই হবে। যেতে হবে সকল অসম্ভাব্য দুর্বিষহের মাঝ দিয়ে।
কিছু সহজাত উদাহরণ টানি। এখানে ইমাম আল গাজালির কথাটা অনেক চমৎকারভাবে খাপ খায়। আমি তার কথাটা হালকা নিজেরমতো করে বলতে চাই- “তুমি যদি যা পছন্দ করো তা পেতে চাও, তাহলে তুমি যা পছন্দ করো না সেসবের মধ্য দিয়ে যেতে হবে”। তুমি জিপিএ ৫ পেতে চাও (তুমি যা পেতে চাও) ? তাহলে ভালোমতো পড়াশোনা করতে হবে (যা তুমি অপছন্দ করো)। আমার ক্ষেত্রে আমি এমন হতে চাই যে সবসময় স্বাধীনচেতা, আমি যা ভাবি, আমি যা বলতে চাই তা শত মানুষের মনের আনন্দের বিরুদ্ধে গেলেও বলতে চাই (এখানে এইটাই - আমি যা পেতে চাই)। তাই আমার যা পছন্দ না (মানুষের তিরস্কার, চলে যাওয়া, ভৎষনা করা) তার মধ্য দিয়ে যেতে হবে।
প্রিয় পাঠক, আপনি একটু ভাবলেই দেখবেন যে আপনার যেই স্বপ্ন আছে, সে স্বপ্নকে ছুঁতে হলে আপনাকেও ঠিক এই নদীতে সাঁতার কেটে ওপারে পৌঁছাতে হবে। আপনি যা পেতে চান, তা পেতে হলে আপনি যা অপছন্দ করেন (্কাজ কিংবা কষ্ট কিংবা কোনো অনুভূতি অথবা রিয়্যাকশন ইত্যাদি) তার মধ্য দিয়ে যেতে হবে। নদীতে যে ঝাঁপ দিতেই হবে ! প্রিয় পাঠক, আপনার জন্য শুভকামনা থাকল। এখান থেকে যত ইচ্ছা, শুভকামনা নিতে পারেন। কষ্টের বেড়াজাল থেকে মুক্ত হতে হলে কষ্টের মধ্য দিয়েই যেতে হবে ! কষ্ট কখনোই নিঃশেষ হয়ে আসবে না, আমি বলতে চেয়েছি আপনি যদি কামনা করেন এমন একটু মুহূর্তের- যেখানে কষ্ট আপনার আর গাঁয়ে লাগবে না, সে মুহূর্তে পৌঁছাতে হলে আপনাকে কষ্টের তীব্রতার মধ্য দিয়েই যেতে হবে। আপনি এখানে বাধ্য। শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তখন আর সূর্যের তাপের তীব্রতা আপনাকে সামান্যতম মাথাব্যথা দিবে না।
আর কি হবে যদি আমি নদীর ওই পারে গিয়ে দেখি যে, আমি যেখানে ছিলাম সেটাই ভালো ছিল? কোনো পার্থক্যই নেই? সব ই আমার কল্পনা ছিল??